শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

রাজবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা 

রাজবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সব সময় সতর্ক অবস্থানে আছে। যারা ভেজাল খাবার তৈরি করছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য সবাইকে সচেতন হবে বলে জানান বক্তারা।

টিএইচ